ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

প্রেমের কারণে চুয়াডাঙ্গায় বন্ধুর হাতে বন্ধু খুন

প্রকাশিত : ২২:০৭, ৪ মে ২০১৯

চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামে প্রেমের কারণে বন্ধুর হাতে বন্ধু খুন হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে শফায়েত হোসেন (১৪) নামে এক কিশোরের হাতে তারই বন্ধু আব্দুল মোমিন খুনের শিকার হয়েছেন। 

শুক্রবার রাতেই সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের পাশের নদী থেকে পুলিশ মৃত দেহ উদ্ধার করে। অভিযুক্ত শাফায়েতকে গ্রেফতার করেছে পুলিশ। 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, নিহত আব্দুল মোমিন সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের দেলোয়ার হোসেন দিলুর ছেলে। 

অভিযুক্ত শাফায়েত হোসেন একই গ্রামের গাংপাড়ার রমজান আলীর ছেলে। মোমিন এবং শাফায়েত দুজনই একই গ্রামের নামের এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন বিকেলে মোমিনকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে শাফায়েত। পরে মোমিনের মৃতদেহ পাশের মাথাভাঙ্গা নদীতে ফেলে দেয়। 

মৃতদেহ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি