ঢাকা, রবিবার   ০৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জে হাত-পা বেঁধে বৃদ্ধাকে পুড়িয়ে হত্যা

প্রকাশিত : ১২:২৬, ৫ মে ২০১৯ | আপডেট: ১৫:১৩, ৫ মে ২০১৯

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আমেনা বেগম নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা নারীকে হাত-পা বেঁধে আগুনে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার ভোরে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকার আব্দুল গফুরের মেয়ে আমেনা বেগম।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির এসআই বিজয়।

এলাকাবাসীর বরাত দিয়ে এসআই জানান, উলুকান্দি পূর্বপাড়া এলাকায় একটি টিনের ঘরে আমেনা একাই থাকতেন । ভোরে দুর্বৃত্তরা মশারি দিয়ে আমেনার হাত-পা মুখ বেঁধে কেরোসিন বা অন্য কোনো দাহ্য পদার্থ ঢেলে আগুনে ধরিয়ে দেয়।

কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিজয় কৃষ্ণ কর্মকার বলেন, নিহত আমেনা বিবি কালাপাহাড়িয়া ইউপির উলুকান্দী পূর্বপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর স্ত্রী।

স্বামীর মৃত্যুর পর আমিনা বেগম বাবার বাড়িতেই থাকতেন। শনিবার রাতে তার হাত-পা বেঁধে তার শরীরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি। বিষয়টি তদারক করছেন সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মোহাম্মদ আফসারউদ্দিন খাঁন। পুলিশ মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এমবি/টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি