ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বেনাপোলে ফেন্সিডিলসহ আটক ৩

প্রকাশিত : ২০:০৫, ৬ মে ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর ও পুটখালী সীমান্ত থেকে বিপুল পরিমান ভারতীয় ফেন্সিডিল ও আতশবাজিসহ তিনজন চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। সোমবার সকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো বেনাপোল পোর্ট থানার গাজিপুর গ্রামের কালামের ছেলে বুদু (২০), দৌলতপুর গ্রামের সাহেদ আলীর ছেলে আরিফুল ইসলাম (৩৩) ও আতিয়ার রহমানের ছেলে ইয়াকুব আলী (৩৪)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর ও পুটখালী সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ২৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৭০০ প্যাকেট আতশবাজিসহ তিনজন চেরাকারবারিকে আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের মুল্য দুই লাখ ৫৮ হাজার টাকা। আটককৃত আসামী, মাদকদ্রব্য ও আতশবাজি বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

কেআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি