ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দিনাজপুরে সেপটিক ট্যাংকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত : ১১:৪২, ৮ মে ২০১৯ | আপডেট: ১৬:০২, ৮ মে ২০১৯

দিনাজপুরের কাহারোল উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলার ইসাইল চৌধুরীপাড়ার শমসের আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার বিরল উপজেলার ঝিনাইকুড়ি গ্রামের জহুরুল ইসলামের ছেলে আবদুল খালেক ওরফে বাকী (৪২) ও একই এলাকার আজমল হকের ছেলে নাসিম হাবিব (২৫)।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইসাইল চৌধুরীপাড়ার শমসের আলীর বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় অসাবধনতাবশত দুই শ্রমিক ভেতরে পড়ে যান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি