ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কলারোয়ায় হত্যা চেষ্টা মামলার দুই আসামী আটক

প্রকাশিত : ১৯:২৮, ৮ মে ২০১৯

কলারোয়ায় প্রকাশ্যে হত্যার চেষ্টা মামলার দুই আসামীকে আটক করেছে থানা পুলিশ। কলারোয়া বাজারের মুদি ব্যবসায়ী শিমুল ষ্টোরে প্রকাশ্যে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় এই দু’জনকে আটক করা হয়।

আটককৃত আসামীরা হলো, পৌরবাজারের মৃত. মোয়াজ্জেম হোসেনের ছেলে শিমুল হোসেন (৩৫) ও ঝিকরা গ্রামের মৃত. মোফজেল হোসেনের ছেলে শেখ মেহেদী হাসান (৩৮)।

থানার এসআই রইচ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তাদের দু’জনকে পৌর বাজার এলাকা থেকে আটক করেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, কলারোয়া থানায় ১(৫)১৯ নং মামলা থাকায় তাদের দুজনকে আটক করা হয়। সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি