ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ছেলেকে না পেয়ে বাবাকে গুলি করে হত্যা

প্রকাশিত : ০৮:৫৩, ১০ মে ২০১৯ | আপডেট: ১১:৪০, ১০ মে ২০১৯

আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে বান্দরবানে জনসংহতি সমিতির কর্মী রিপন তঞ্চঙ্গ্যাকে বাড়িতে গিয়ে খুঁজে না পেয়ে তার বাবা জয়মনি তঞ্চঙ্গ্যাকে (৫২) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সদর থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলা কুহালং ইউনিয়নের কিবুক ছড়ার ৩ নং রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের বাকিছড়া মুখ এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের পাঁচ সদস্যের একটি গ্রুপ পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) কর্মী রিপন তঞ্চঙ্গ্যাকে খুঁজতে বাড়িতে যায়। এ সময় ছেলেকে না পেয়ে পিতা জয়মনি তঞ্চঙ্গ্যাকে গুলি করে সন্ত্রাসীরা।

এর আগে গত মঙ্গলবার রাতে রাজবিলা ইউনিয়নের তাইংখালী বাজারে জনসংহতি সমিতির কর্মী বিনয় তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করা হয়। ওই সময় দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায় আরেক কর্মী পুরাধন তঞ্চঙ্গ্যাকে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি