ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে পিকআপভ্যান উল্টে নিহত ১

প্রকাশিত : ১৫:০২, ১০ মে ২০১৯

সিরাজগঞ্জের কড্ডায় পিকআপভ্যান উল্টে শাহদাত হোসেন নামে (২৫) এক হেলপাড় নিহত হয়েছেন। নিহত শাহদাত হোসেন নাটোর জেলার গুরুদাস পুর এলাকার এহসান আলীর ছেলে বলে জানা গেছে।

শুক্রবার বেলা ১১ টায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডায় এই দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, নাটোর থেকে মাছ নিয়ে একটি পিকআপ ঢাকায় যাচ্ছিল। পিকআপভ্যানটি কড্ডায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ঘটনাস্থলেই পিকআপভ্যানের হেলপাড় নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি