ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কক্সবাজারে আগুনে পুড়ে শিশুসহ ২ জনের মৃত্যু

প্রকাশিত : ০৯:৪৫, ১২ মে ২০১৯

Ekushey Television Ltd.

কক্সবাজার শহরের কলাতলী এলাকার লাইট হাউসপাড়া এলাকায় ঘরে আগুন লেগে শিশুসহ দুজন মারা গেছে।

শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আতিকুর রহমান (৩৫) ও সাদিয়া আক্তার (৫)।

আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ চারজন আহত হয়েছেন বলে জানা যায়।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস জানান, আগুনে লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই তিনটি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়।

তিনি জানান, পরে আধা ঘণ্টার বেশি সময় চেষ্টার পর দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘরে শিশুসহ দুজনের মৃতদেহ পাওয়া যায়।

মোহাম্মদ ইদ্রিস আরও জানান, আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ চারজন আহত হয়েছেন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি