সাতক্ষীরায় দীর্ঘদিন সংস্কারহীন ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ (ভিডিও)
প্রকাশিত : ১১:২৬, ১৩ মে ২০১৯ | আপডেট: ১১:৫৬, ১৩ মে ২০১৯
ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বেড়িবাঁধের বেশ কিছু অংশ। গেলো কয়েক বছরেও সিডর-আইলায় ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার না হওয়ায় চরম আতংকে জেলার শ্যামনগর, আশাশুনি, কালিগঞ্জ ও দেবহাটার লক্ষাধিক মানুষ।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের অধীনে ৮০০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে প্রায় ৭০টি পয়েন্টে ২৫০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আতংকে দিন কাটাচ্ছে নদীর তীরবর্তী অঞ্চলের লক্ষাধিক মানুষ।
এরই মধ্যে প্রতাপনগর ইউনিয়নের খোলপেটুয়া নদীর ভেড়ীবাধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তির্ণ এলাকা। এছাড়া আশাশুনি, বুধহাটা, দেবহাটা, শ্যামনগর উপজেলার বেশ কয়েকটি পয়েন্টে বেড়িবাঁধে দেখা দিয়েছে মারাত্মক ভাঙন।
দ্রুত এসব এলাকার ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ সংস্কার করা না হলে কপোতাক্ষ নদ, খোলপেটুয়া, ইছামতি ও বেতনা নদীর বেড়ি বাঁধ ভেঙ্গে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। এতে প্লাবিত হতে পারে আশাশুনি, শ্যামনগর, কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার বিস্তির্ণ এলাকা।
বর্ষার আগেই ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত সংস্কারের দাবি সাতক্ষীরাবাসীর।
আরও পড়ুন