ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চাকরি পাওয়ার পর অনুতপ্ত সেই বাবা যা বললেন

প্রকাশিত : ১৫:০৯, ১৩ মে ২০১৯ | আপডেট: ১৫:১২, ১৩ মে ২০১৯

Ekushey Television Ltd.

এগার মাসের শিশু জন্য অনৈতিকভাবে দুধ নিতে গিয়ে ধরা পড়া ওই বাবা চাকরি পাওয়ার পর তার ওই কাজের জন্য দুঃখপ্রকাশ করেছেন। একই সঙ্গে বাকি জীবনটা সতাতার সঙ্গে কাটানোর প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

অনৈতিকভাবে দুধ নিতে গিয়ে ধরা পড়া ওই বাবাকে গত রোববার রাতে সুপার শপ `স্বপ্ন` ক্সিকিউটিভ পদে চাকরি দিয়েছে।

এদিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার জাহিদুল ইসলামের উপস্থিতিতে তাকে এ নিয়োগপত্র হস্তান্তর করে সুপার শপ `স্বপ্ন` কর্তৃপক্ষ।

ওই বাবা জানান, সন্তানের মুখের কথা ভেবে তিনি কাণ্ডজ্ঞান হারিয়েছিলেন। সন্তানের জন্য এখন বাকি জীবনও কাটাবেন সততার সাথে।

অনুতপ্ত সেই বাবা বলেন, `অনেকদিন বেকার ছিলাম। প্রেসার নিতে পারছিলাম না। যেটা আমি চাইনি, হিতাহিত জ্ঞান না থাকায় সেটি করে ফেলেছি। এর জন্য আমি লজ্জিত।`

স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, এমন ঘটনা মর্মস্পর্শী। এখন সেই বাবাকে সততা এবং দক্ষতা দিয়ে ক্যারিয়ারে এগোতে হবে। দক্ষতার সাথে কাজ করলে স্বপ্নের কোনো কর্মী তাকে কখনোই কটু কথা বলবে না।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি