ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

প্রকাশিত : ০৯:১২, ১৪ মে ২০১৯ | আপডেট: ১১:৫৬, ১৪ মে ২০১৯

কক্সবাজারে পুলিশের সঙ্গে কথিত পৃথক বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা মানবপাচারকারীসহ ৩ জন নিহত হয়েছেন।  

সোমবার দিনগত রাতে টেকনাফ উপজেলার শাপলাপুর মেরিন ড্রাইভ সড়ক এবং কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় পৃথক ‘বন্দুকযুদ্ধের’ এ সব ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- টেকনাফ শামলাপুর ২৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রহিমের ছেলে আজিম উল্লাহ (২২) ও উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত রহিম আলীর ছেলে আব্দুস সালাম (৫২)। নিহত আরেজন হলেন চিহ্নিত মাদকবিক্রেতা ছৈয়দুল মোস্তফা প্রকাশ ভুলু। সে কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার জহির হাজির ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদক, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, সোমবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাপলাপুর মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালায় পুলিশ সদস্যরা। এ সময় পুলিশের সঙ্গে ‘বন্দকযুদ্ধে’ দুই মানবপাচারকারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পুলিশের এএসআইসহ চারজন। ঘটনাস্থল কাছ থেকে দুটি দেশীয় তৈরি অস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার জানান, ছৈয়দুল মোস্তফা প্রকাশ ভুলুকে গ্রেফতারের পর স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে কাটা পাহাড়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে ভুলুর সন্ত্রাসী বাহিনী গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ভুলুকে উদ্ধার করা হয়। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে ৪০০ পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও ৬ টি খালি খোসা উদ্ধার করা হয়েছে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি