ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

কুষ্টিয়ায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন চাচি-ভাতিজা

প্রকাশিত : ০৯:৩১, ১৪ মে ২০১৯

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন চাচি ও ভাতিজা।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের মহারাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রুমি খাতুন (৩৫) ও রাতুল (১৬)। রুমি খাতুন ওই এলাকার জহুরুল ইসলামের স্ত্রী এবং রাতুল একই এলাকার টুটুল আলীর ছেলে। নিহতরা সম্পর্কে চাচি ও ভাতিজা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে ঝড় শুরু হলে চাচি ও ভাতিজা মিলে আম কুড়াতে যায়। এ সময় বজ্রপাতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি