ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাতক্ষীরায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশিত : ১৯:৫৩, ১৭ মে ২০১৯ | আপডেট: ১৯:৫৫, ১৭ মে ২০১৯

Ekushey Television Ltd.

সাতক্ষীরার কলারোয়ায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহষ্পতিবার বিকালের দিকে পৌর সদরের যুগিবাড়ি মোড় এলাকা থেকে আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাতনামা ওই পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে।

কলারোয়া থানার এসআই সুবীর কুমার জানান, স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে খবর পেয়ে যুগিবাড়ি মোড়ের জনৈক বিজনের ধানের চাতালের পাশ থেকে মৃত অবস্থায় পড়ে থাকা ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা কেউ তার নাম পরিচয় জানাতে পারেনি। তাকে দেখে মানসিক ভারসম্যহীন ব্যক্তি বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

স্থানীয়রা জানান, যুগিবাড়ি মোড়ে রাস্তার ধারে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে। তাকে দেখে পাগল মনে করছেন স্থানীয়রা। সে কবে, কখন, কিভাবে সেখানে এসেছিলো কেউ বলতে পারছে না। মৃত অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান,এবিষয়ে কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

কেআই/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি