ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাগেরহাটে আনুষ্ঠানিকভাবে বোরো ধান সংগ্রহ শুরু

প্রকাশিত : ১৭:৪১, ২২ মে ২০১৯

বাগেরহাটে সরকারিভাবে বোরো ধান ক্রয় শুরু হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ধান ক্রয়ের উদ্বোধন করেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল্লুর রহমান,ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম শহিদুল হক, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, স্থানীয় ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন,অনেক পরিশ্রম করে কৃষকরা ধান উৎপাদন করেন। এই ধান সরকারের নির্ধারিত মূল্যে ক্রয় শুরু হয়েছে।আমরা সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করবো। যদি কোন কৃষক ধান বিক্রয়ের ক্ষেত্রে কোন সমস্যায় পড়েন সেক্ষেত্রে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষকের ধান বিক্রয়ের সঙ্গে কোন মধ্যসত্বভোগী থাকতে পারবে না। সে দিকে জনপ্রতিনিধি, খাদ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেন। বাগেরহাট জেলায় ১ হাজার ৮‘শ ৫৫ মে. টন ধান সংগ্রহ করা হবে। যার প্রতি কেজি ধানের মূল্য ২৬ টাকা নির্ধারণ করেছে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি