নেতাকর্মীদের উৎসাহ দিতে কাস্তে হাতে ছাত্রলীগ সভাপতি
প্রকাশিত : ২১:৩৩, ২৩ মে ২০১৯ | আপডেট: ২১:৩৬, ২৩ মে ২০১৯
চলতি বছর ধানের বাম্পার ফলনেও ধানের দাম কম হওয়ায় কৃষকদের মধ্যে যখন চরম হতাশা বিরাজ করছেন ঠিক তখন নেতাকর্মীদের কৃষকদের পাশে দাঁড়ানো জন্য আগ্রহ সৃষ্টি করতে রেজওয়ানুল হক চৌধুরী শোভন নেমেছেন কাস্তে হাতে মাঠে।
বৃহস্পতিবার মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকার এক কৃষকের ধান কেটে দিয়েছেন তিনি। এ সময় সেখানে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরাও উপস্থিত থেকে ধান কাটায় অংশ নেন।
এদিকে কাস্তে হাতে শোভন মাঠে নামার পর কৃষকদের খরচ বাচাঁতে সারাদেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকদের ধান কেটে দিয়ে সহযোগীতা করছেন।
এ প্রসঙ্গে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, চলতি বোরো মৌসুমে সারাদেশে ধানের বাম্পার ফলন হলেও ধানের দাম একবারেই কম। জমির ধান বিক্রি করে উৎপাদন খরচের অর্ধেকও তোলা সম্ভব হচ্ছে না। এতে কৃষকরা চরম হতাশ হয়েছে। এ হতাশায় তারা জমিতে উৎপাদিত ধান কাটতেও চাচ্ছেন না। বিষয়টি আমাকে বেশ পীড়া দিয়েছেন। সাধ্য অনুযায়ী কৃষকের পাশে দাঁড়ানো চেষ্টা করলাম।
তিনি বলেন, তাদের ধান কেটে দিয়ে কিছুটা হলেও সহযোগীতা করার চেষ্টা করেছি। আমার দেখাদেখি সারাদেশে ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে উৎসাহের সৃষ্টি হয়েছে। তারা কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। এরই ধারাবাহিকতায় আগামীতের সকল দূর্যোগে অতীতের মতো ছাত্রলীগ বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবে বলে আমি মনে করি।
এসি
আরও পড়ুন