ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩ বন্ধু নিহত

প্রকাশিত : ০৮:৫৫, ২৬ মে ২০১৯ | আপডেট: ০৯:৫০, ২৬ মে ২০১৯

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার খৈয়াছরা ইউনিয়নের তাকিয়া পাড়া এলাকার আবদুল মান্নানের ছেলে মো. রাকিব হোসেন (১৯), পূর্ব খৈয়াছড়া গ্রামের শফিউল আলমের ছেলে তারেক হোসেন (১৯) ও ফেনীর ছাগলনাইয়া উপজেলার মো. রিফাত (২০)। নিহতরা পরস্পর বন্ধু ছিলেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার এসআই দিনেশ দাশ জানান, রাতে পৌর সদরের ইউটার্ন এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এসময় আহত হন একজন।

তিনি জানান, তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতদের মৃতদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি