ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বগুড়া উপনির্বাচন: বেকায়দায় বিএনপি (ভিডিও)

প্রকাশিত : ১১:৪৯, ২৭ মে ২০১৯

বগুড়ার শূন্য আসনে নির্বাচন নিয়ে বেকায়দায় বিএনপি। আওয়ামীলীগ একক প্রার্থীর মনোনয়ন জমা দিলেও, এখনও দলীয় প্রার্থী নির্ধারণ করতে পারেনি দলটি। একাদশ সংসদ নির্বাচনে আসনটিতে বিজয়ী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল শপথ না নেওয়ায় আসনটি শূন্য হয়।

বগুড়া-৬ শূন্য আসনের ভোট ২৪ জুন। এরই মধ্যে শেষ হয়েছে মনোনয়ন দাখিল। প্রচার প্রচারণোর জন্য প্রস্তুত প্রধান দুটি রাজনৈতিক দল।

জমা পড়েছে সর্বমোট ১১ প্রার্থীর মনোনয়পত্র। তবে এখনো একক প্রার্থী নির্বাচন করতে পারেনি বিএনপি। জেলা বিএনপি’র আহবায়ক কমিটি গঠন নিয়ে দেখা দিয়েছে দন্দ্ব, বহিস্কার করা হয়েছে দলের  ১৬ নেতাকে।

তবে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি জয়ের ধারাবাহিকতা বজায় রাখবে বলে জানান তিনি।

এদিকে নৌকাই দেশের একমাত্র কান্ডারী মন্তব্য করে আওয়ামী লীগ প্রার্থী বলেন, মির্জা ফখরুল বিজয়ী হলেও জয়কে তামাশায় পরিণত করেছেন। উন্নয়নের ধারা বজায় রাখতে এবার আওয়ামীলীকেই  চাইবে জনগণ।

তবে রাজনৈতিক দলগুলোর সমীকরণ যাই হোক ভোটারদের বরাবরের মতই প্রত্যাশা যোগ্য প্রার্থীর।

৪ জুন প্রতীক বরাদ্দের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচার।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি