ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সড়কে ফরিদপুরে নিহত ২

প্রকাশিত : ১৫:৪৪, ১ জুন ২০১৯

ফরিদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ দুই জন নিহত হয়েছেন। সেই সাথে এ দুর্ঘটনার আরও ২ জন আহত হয়েছেন।

শনিবার সকালে ফরিদপুরের শহরতলীর পূর্বগঙ্গাবর্দী নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর জেলা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল জানান, শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালকের বাড়ি মাগুরা জেলায়। তার নাম ইসলাম বলে জানালেও পুলিশ তার ঠিকানা বলতে পারেনি।

তিনি জানান, নিহত অন্যজনের নামও পুলিশ বলতে পারেনি। আহত দু্ইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী বনফুল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আহতদের ঠিকানা-পরিচয় এখনও পাওয়া যায়নি।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি