ঢাকা, বৃহস্পতিবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

সিলেটে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত : ১২:৩২, ৩ জুন ২০১৯

Ekushey Television Ltd.

সিলেটের গোয়াইনঘাট থানায় পুলিশের কোয়ার্টার থেকে সুদীপ বড়ুয়া (৪৫) নামের এক এসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার বেলা আড়াইটার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার সোনাইছড়ির বরেন্দ্র লালের ছেলে। তিনি ২৮ বছর ধরে পুলিশে চাকরি করছিলেন। এই বছরের ১৬ ফেব্রুয়ারি তিনি গোয়াইনঘাট থানায় যোগদান করেন।

গোয়াইঘাট থানার ওসি আবদুল জলিল এসআই সুদীপের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালেও তিনি অফিস করেছেন। থানা কম্পাউন্ডে দ্বিতীয় তলায় একা থাকতেন। দুপুরের দিকে পোশাক পরা অবস্থায় জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, তার মৃত্যুরহস্য উদঘাটনের চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তার এক ছেলে নৌবাহিনীর স্কুলে এক মেয়ে মেডিকেল কলেজে ও অপর মেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি