ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজবাড়ীর পদ্মা তীরে ঈদ আনন্দ

প্রকাশিত : ২২:৫৬, ৫ জুন ২০১৯

Ekushey Television Ltd.

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ীর জেলা শহরের গোদার বাজারের পদ্মার তীরে ছিলো সব বয়সী মানুষের উপচে পড়া ভীর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঈদের আনন্দ উপভোগ করেন হাজারো মানুষ। ঈদকে সামনে রেখে নদীর তীরে আনা হয়েছে নাগর দোলা, নৌকা দোলা, চোরকীসহ বিভিন্ন উপকরণ। সেই সাথে নদীতে ছিলো নৌকা এবং ট্রলারের ব্যবস্থা। এখানে শিশু থেকে শুরু করে বৃদ্ধারাও ঈদের আনন্দ উপভোগ করেন।

দর্শনার্থীরা বলেন, রাজবাড়ী জেলা শহরের তেমন কোন বিনোদনের ব্যবস্থা নেই। তাই মানুষ শুধুমাত্র পদ্মা নদীর তীরে আসেন ঘোড়াঘুড়ি ও আনন্দ নিতে। তবে তাদের দাবী এই বিনোদন কেন্দ্রকে আরো পরিকল্পিত ভাবে সাজানো উচিৎ। যাতে মানুষ নির্মল আনন্দ উপভোগ করতে পারে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি