ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে ব্যাংক কর্মকতাসহ নিহত ২

প্রকাশিত : ১৮:০০, ৬ জুন ২০১৯

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক ব্যাংক কর্মকর্তাসহ দুই জন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে হাটিকুরুল বনপাড়া মহাসড়কে উপজেলার হরিণচড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কলেন সরদিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে, অগ্রণী ব্যাংকের কর্মকর্তা এমারত হোসেন (৪২) এবং গাড়ি চালক চালক রুবেল (৪৫)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ব্যাংক কর্মকর্তা এমারত বেলকুচির শ্বশুরবাড়ি থেকে প্রাইভেটকার যোগে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। তারা হরিণচড়া এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে প্রাভেটকারটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান এমারত। গুরুতর আহত চালক রুবেলকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এমএস/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি