ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জের জাহান আরা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী

প্রকাশিত : ২১:৩৪, ৭ জুন ২০১৯

‘এসো প্রাণের টানে প্রিয় প্রাঙ্গনে’ এই শ্লোগানকে ধারণ করে সিরাজগঞ্জের অন্যতম বিদ্যাপিঠ জাহান আরা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উদযাপন হয়েছে।

শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকার সঙ্গে বিদ্যালয়ের ও সুবর্ণ জয়ন্তীর পতাকা উত্তোলনসহ সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মফিত উদ্দিন তালকুদার ও তার সহধর্মিনী জাহান আরা বেগমের ছেলে সালাহউদ্দিন আহমেদ। উদ্ধোধনের পর বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিদের অংশ গ্রহণে এক বনাঢ্য র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে আবার বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়।

এছাড়াও বিকেলে দ্বিতীয় পর্বে শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে স্মৃতি চারণ,আলোচনা সভা ও সংবর্ধণা শেষে র্যাফেল ড্র এবং সন্ধ্যায় স্থানীয় ও আগত শিল্পীদের অংশ গ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এমএস/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি