ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে বাসচাপায় মোটরবাইক আরোহী নিহত ১

প্রকাশিত : ১৬:৩৭, ৮ জুন ২০১৯ | আপডেট: ১৬:৪৬, ৮ জুন ২০১৯

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসচাপায় এক মোটরবাইক আরোহী নিহত হয়েছেন।

শনিবার দুপুরে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কের ষোলমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার আব্দুস সালাম জানান, নিহত ইসমাইল হোসেন (৩০) রায়গঞ্জ উপজেলার ধানগড়া মিয়াবাড়ি এলাকার হায়দার আলীর ছেলে। ইসমাইল মোটরসাইকেলে ধানগড়া বাজার থেকে চান্দাইকোনার দিকে যাচ্ছিলেন। তিনি ষোলমাইল এলাকায় এসে মহাসড়কে ওঠার চেষ্টা করলে বগুড়া থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি