ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

প্রকাশিত : ১৬:৪১, ৮ জুন ২০১৯

 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার নিখোঁজ হওয়ার পর শনিবার দুপুরে পাশের বাড়ির পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত লামিয়া খাতুন (৮) উল্লাহপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

লামিয়ার বাবা রানা হোসেন জানায়, শুক্রবার সন্ধ্যায় মেয়ে নিখোঁজ হয়। রাতে সে আর বাড়ি ফেরেনি। নিখোঁজের ঘটনায় উল্লাপাড়া থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছিল। শনিবার দুপুরে বাড়ির পাশে পুকুরে মেয়ের পা ভাসতে দেখে স্থানীয় লোকজন তাকে খবর দেয়। সে পুকুর থেকে মেয়ের মৃতদেহটি উদ্ধার করে। খবর পেয়ে উল্লাপাড়া পৌরসভা মেয়র এস এম নজরুল ইসলাম ঘটনাস্থলে যান।

তিনি জানান, মেয়েটির গলায় কয়েকটি দাগ রয়েছে। তবে কিসের তা বোঝা যায়নি।

তবে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পানিতে ডুবেই শিশুটি মারা গেছে বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি