ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

গাইবান্ধায় একসঙ্গে ৪ সন্তান প্রসব

প্রকাশিত : ১০:২৫, ৯ জুন ২০১৯

গাইবান্ধায় একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন দুলালী বেগম (৩২) নামে এক মা। ওই চার সন্তানের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়েশিশু।

শনিবার সন্ধ্যায় শহরের গাইবান্ধা ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে দুটি ছেলে ও দুই মেয়েসন্তান প্রসব করেন তিনি।

দুলালী বেগম জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুল তাইড় গ্রামের শাহ আলম মিয়ার স্ত্রী। শাহ আলম পেশায় ভ্যানচালক।

গাইবান্ধা ক্লিনিকের ডা. একরাম হোসেন জানান, বিকালে দুলালী বেগম পেটের ব্যথা নিয়ে ক্লিনিকে ভর্তি হন। আলট্রাসনোগ্রাম করে আমাদের ধারণা ছিল তিনটি সন্তান হবে। পরে অস্ত্রোপচার করে চার সন্তানের জন্ম হয়। বর্তমানে মা ও চার শিশু সবাই সুস্থ আছে।

শিশুদের বাবা শাহ আলম বলেন, আল্লাহতায়ালা আমাকে একসঙ্গে চার সন্তান দিয়েছেন। আমি খুব খুশি।আমাদের সংসারে আরও তিনটি সন্তান রয়েছে। সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি