ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

সাতক্ষীরায় ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় ২ যুবক আটক

প্রকাশিত : ১৭:৫১, ৯ জুন ২০১৯

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে ৩য় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ২ যুবককে আটক করা হয়েছে। শনিবার সকালে আটক করার পর রোববার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। আকটকৃতরা হলো উপজেলার কেঁড়াগছি গ্রামে অনন্ত কুমার ঘোষের ছেলে ভুপাল কুমার ঘোষ (২৩) ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে ইমরান হোসেন (১৯)।

জানা যায়, শুক্রবার বিকেলে গ্রামের ৩য় শ্রেণির ঐ ছাত্রী ভাইয়ের সাথে বাড়ির পাশে মাঠে খেলছিল। এ সময় ইমরান ও ভুপাল শিশুটিকে ১০০ টাকার প্রলোভন দেখিয়ে পাশের খেজুর বাগানে নিয়ে যায়। ঝোপঝাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টায় শিশুটি চিৎকার করলে পাশের ক্ষেতে কর্মরত বাবা ছুটে এসে মেয়েকে উদ্ধার করেন। শিশুটির বাবা ঘটনাস্থলে আসতেই ভুপাল ও ইমরান পালানোর চেষ্টা চালায়। এ সময় গ্রাম পুলিশ অভিযুক্তদের আটক করে কলারোয়া থানা পুলিশকে খবর দিলে তাদের আটক করে থানায় নিয়ে আসে স্থানীয় থানা পুলিশ।

কলারোয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর উল গীয়াস বলেন, ৮ জুন সকালে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে আসা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় আসামী করে রোববার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়।

এমএস/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি