ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

হাসপাতালে ছাদের পলেস্তরা খসে ৮ শিশু আহত

প্রকাশিত : ১০:৩০, ১২ জুন ২০১৯ | আপডেট: ১৫:২৫, ১২ জুন ২০১৯

ছাদের পলেস্তরা খসে নোয়াখালী জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের আট শিশুসহ ১০ জন আহত হয়েছে। এতে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।

আজ বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এদিকে ছাদ থেকে পলেস্তরা খসে পড়ার ঘটনায় আতঙ্কে হাসপাতাল ছাড়ছেন রোগীরা। রোগীদের শিশু ওয়ার্ড থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. খলিল উল্যাহ জানান, জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের ছাদের পলেস্তরা খসে আট শিশুসহ ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।

এর আগে ২০১৮ সালের ১২ জুলাই নোয়াখালী জেনারেল হাসপাতালের পুরনো ভবনের দ্বিতীয় তলার একটি ওয়ার্ডের ছাদ ধসে দুই নার্স আহত হয়েছিলেন।

পুরনো ভবন তিনটি পুরোটাই ঝুঁকিপূর্ণ। তারপরও স্থান সংকুলানের অভাবে ওই ওয়ার্ডগুলোতে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

এসএ/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি