ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখী সংঘর্ষে আহত ২০

প্রকাশিত : ১৭:৫৫, ১৫ জুন ২০১৯

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের কামারখন্দে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার সকাল ১০ টায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে ঝাঐল ওভার ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একতা পরিবহণের একটি যাত্রীবাহী বাস সকালে ঝাঐল ওভার ব্রীজ পার হয়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে বাসটির মুখোমুখী সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহত ২০ জন বাসযাত্রীকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমএস/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি