ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বাগেরহাটে বিনামূল্যে ৪ শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা প্রদান

প্রকাশিত : ২০:০০, ১৭ জুন ২০১৯

বাগেরহাটে বিনামূল্যে ৪ শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ভয়েস অব সাউথ বাংলাদেশ এর বাস্তবায়নে পেনি আপিল ইউকে-এর আর্থিক সহযোগিতায় বাগেরহাট সদর উপজেলা মিলনায়তনে এই ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সোমবার সকালে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানজিল্লুর রহমান এই ক্যাম্প উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, ভয়েস অব সাউথ বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক মোঃ শহিদুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, চক্ষু বিশেষজ্ঞ ডা. আবু জাফর, দৃষ্টিদান চক্ষু হাসপাতালের পরিচালক মল্লিক আসাদুল হক, প্রোগ্রাম অফিসার কাজী সাইদুর রহমান সবুজ, পিইপি-এর নির্বাহী পরিচালক মজিবুর রহমান প্রমুখ।

আয়োজকরা জানান, দৃষ্টি শক্তি সকলের অধিকার। হত দরীদ্র, দরীদ্র ও অসহায় দৃষ্টিহীন মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা মানুষকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করছি। পরবর্তীতে আরও মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পের আওতায় চোখের নেত্রনালী, ছানি অপরেশন, মাংস বৃদ্ধিসহ সব ধরণের সমস্যার চিকিৎসা প্রদান করছি এবং বিনামূল্যে ঔষদ সরবরাহ করা হচ্ছে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি