ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত : ১১:০৩, ২০ জুন ২০১৯ | আপডেট: ১৩:০৪, ২০ জুন ২০১৯

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত ওই যুবকের নাম মানারুল ইসলাম (২৭)। বৃহস্পতিবার ভোরে জেলার শিংনগর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত মানারুলের বাড়ি জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মোন্নাপাড়া গ্রামে। তার বাবার নাম নুহু মোন্না।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোররাতে গরু ও মাদক চোরাকারবারীদের একটি দলের সঙ্গে মানারুল শিংনগর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। ভোর ৫টার দিকে ১৬ নং সীমান্ত পিলার এলাকা দিয়ে ওই দলটি বাংলাদেশে প্রবেশের সময় ভারতের দৌলতপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করলে মানারুল মারা যান। তার মরদেহ বর্তমানে ভারতীয় ভূখণ্ডে রয়েছে।

এ ব্যাপারে মনাকষা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য সমীর উদ্দিন এবং স্থানীয় হাইস্কুলের শিক্ষক হাবিবুর রহমান জানান, ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের গুলিতে ভারতের হারুনের আমবাগানে মানারুল মারা গেছে।

এ ব্যাপারে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সারোয়ারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি