ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ফরিদপুরে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩

প্রকাশিত : ১৮:৪৩, ২১ জুন ২০১৯

ফরিদপুর শহরতলীর ঢাকা-খুলনা মহাসড়কের কোমরপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ২ নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে থানা পুলিশ জানায়, ঢাকা থেকে মাইক্রোবাস যোগে ফরিদপুরের আলফাডাঙ্গার গ্রামের বাড়ীতে ফিরছিলেন গ্রামীণ জুয়েলার্সের মালিক আসলাম মোল্লা ও তার স্বজনেরা। দুপুরে ঘটনাস্থলে পৌছালে মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলে মারা যান গ্রামীণ জুয়েলার্সের মালিক আসলাম মোল্লা ও তার মা মহিরুন বেগম। স্থানীয়রা আহত ৪ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আছিয়া বেগম নামের ১ মহিলা। হাসপাতালে ভর্তি থাকা আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানা যায়।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমএস/কেআই 

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি