ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত : ১৮:৫১, ২১ জুন ২০১৯ | আপডেট: ১৮:৫৩, ২১ জুন ২০১৯

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয় বলে শুক্রবার সকালে কলারোয়া থানার উপ-পরিদর্শক মোস্তাক আহমেদ নিশ্চিত করেন।

জানা যায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কাঁদপুর গ্রামের আরশাদ আলীর ছেলে সেলিমের বাড়ীতে মাদক বেচাকেনার সময় ৬২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ জাকির হোসেনকে (৩২) আটক করা হয়। জাকির উপজেলার কাঁদপুর গ্রামের আনছার আলীর ছেলে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর উল গীয়াস জানান, এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলায় গ্রেফতার করে জাকিরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএস/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি