ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

প্রকাশিত : ০৯:০৭, ২২ জুন ২০১৯ | আপডেট: ১০:৩৩, ২২ জুন ২০১৯

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সবুর আলী (৩৮) নামে এক ব্যক্তিকে গুলিকে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার হারদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সবুর আলী একই গ্রামের পলান মণ্ডলের ছেলে। তিনি গরু মোটাতাজাকরণ ব্যবসা করতেন বলে জানিয়েছে তার পরিবার।

নিহত সবুর আলীর স্ত্রী সালমা খাতুন বলেন, রাত ২টার দিকে গুলির শব্দে আমার ঘুম ভেঙে যায়।

এরপর উঠে দরজা খুলতে গিয়ে দেখি বাইরে থেকে আটকানো। সম্ভবত ঘাতকরা স্বামীকে খুনের আগে বাইরে থেকে দরজার শিকল লাগিয়ে দিয়েছিল।

হারদী ইউনিয়ন কৃষকলীগ নেতা আনোয়ার হোসেন জানান, চুরির ভয়ে রাতে বারবার ঘুম থেকে উঠে গরু দেখতেন তিনি। সে কারণে হয়তো ঘরের দরজা খুলে ঘুমিয়েছিলেন। তার স্ত্রী পাশের রুমে ঘুমাচ্ছিলেন।

সেই সুযোগে শুক্রবার গভীররাতে ঘাতকরা ঘরে ঢুকে ঘুমন্ত সবুর আলীকে গুলি করে হত্যা করেছে বলে প্রতিবেশীদের ধারণা।

আলমডাঙ্গা থানার ওসি মুন্সি আসাদুজ্জামান জানান, ঘাতকরা গুলি করে হত্যা করেছে নাকি অন্যকিছু দিয়ে আঘাত করে হত্যা করেছে তা এখনো স্পষ্ট নয়। ময়নাতদন্ত শেষে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে। পূর্বের কোন বিরোধ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

আই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি