ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত : ১৯:৩৪, ২৩ জুন ২০১৯

সিরাজগঞ্জের কামারখন্দে নানা আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। সূর্য্যদয়ের সঙ্গে সঙ্গে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এছাড়া সকাল ১১টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।

অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতার অবদানের কথা কৃতজ্ঞ বাঙালি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্বরণ রাখবে। তিনি দলের সকল নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে দলের ভাবমূর্তি রক্ষাসহ দেশ ও জাতির উন্নয়নে সকলকে নিরলসভাবে কাজ করে যাওয়ার আহবান জানান।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সকবুল হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ, জেলা আওয়ামী লীগ নেতা মুকুল সরকার, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি