ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি

প্রকাশিত : ১০:৪৬, ২৪ জুন ২০১৯ | আপডেট: ১৪:১৬, ২৪ জুন ২০১৯

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনার রহস্য উদ্ঘাটনে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী মো. মিজানুর রহমানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন রেল মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জল হোসেন।

আজ সোমবার সকাল ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

রোববার সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস মৌলভীবাজারে কুলাউড়ায় পৌঁছলে পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে দুটো ব্রিজের নিচে পড়ে যায়।  

মর্মান্তিক এ দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫০ জন যাত্রী। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, ট্রেনটির কয়েকটি বগি ছিটকে নিচে পড়ে গিয়ে অনেকে হতাহত হন।

কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, এই দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি কুলাউড়ার সাবেক পৌর মেয়রের ভাই আব্দুল বারির স্ত্রী বলে জানা গেছে। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলের শাহবাজপুরে বেইলি ব্রিজ স্থাপনের কাজ চলায় ঢাকা-সিলেট বাস চলাচল কার্যত বন্ধ রয়েছে। ফলে ট্রেনের উপর চাপ এখন বেশি।

অতিরিক্ত যাত্রীর কারণেই ট্রেনটির বগিগুলো লাইনচ্যুত হয় বলে ওই ট্রেনটির যাত্রীদের ধারণা।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম এবং শমসের নগরের স্টেশন মাস্টার কবির হোসেন বলেন, বরমচাল এলাকায় উপবন এক্সপ্রেস দুর্ঘটনায় পড়ার কারণে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি