ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফেনীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন

প্রকাশিত : ১৭:১৯, ২৫ জুন ২০১৯ | আপডেট: ২০:২৬, ২৫ জুন ২০১৯

Ekushey Television Ltd.

ফেনীর সোনাগাজীতে এক স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করার অপরাধে আবু বকর সাগরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ৫ লাখ টাকা জরিমানা ও ৪ সহ‌যোগীকে ১৪ বছ‌রের কারাদন্ড এবং প্রত্যেকের ১ লাখ টাকা জরিমানা করেছে আদালত। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক মামুনুর রশিদ এ রায় দেন।

আদালত সূত্র জানায়, গত ২০১৩ সালের ১৫ মে সোনাগাজী সাবের মোহাম্মদ পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে চরগনেশ এলাকার তার বাড়ী থেকে স্কুলে যাওয়ার পথে তাকে অপহরণ করে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বেলায়েত হোসেন ৬ জনের নামসহ অজ্ঞাত ৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। পরে একই বছরের ১২ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা স্বপন কুমার ১০ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশীট দাখিল করেন। এছাড়া বাকী ৫ আসামীকে বেকসুর খালাস দেওয়া হয়। এ মামলার প্রধান আসামী পলাতক রয়েছে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি