ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

সাভারে শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক

প্রকাশিত : ২০:৫৭, ২৫ জুন ২০১৯

সাভারে মাদ্রাসার অভ্যন্তরে ৫ বছরের এক শিশু শিক্ষার্থী ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক মাওলানা ইদ্রিস মিয়াকে (৪৫) আটক করেছেন পুলিশ।

মঙ্গলবার রাতে সাভারের গেন্ডা এলাকায় মাদানীয়া তালীমুল কুরআন বালিকা মাদ্রাসায় এ শিশু ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণকারী ওই শিক্ষকের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানার মাদারীপুর গ্রামে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ওই মাদ্রাসায় পাঁচ বছরের শিশু শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে মাদ্রাসার অভ্যন্তরে শিশুটিকে ধর্ষণ করেন অধ্যক্ষ মাওলানা ইদ্রিস মিয়া। এ সময় শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার বাবা-মা ধর্ষণের বিষয়টি জানতে পারেন। পরে মঙ্গলবার সকালে শিশুটির পরিবারের সদস্যরা সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করে। আটক শিক্ষককে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই বিষয়ে সাভার মডেল থানার ওসি (অপারেশন) জাকারিয়া জানান, ধর্ষণকারীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি