ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সাভারে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত : ২১:৩৮, ২৫ জুন ২০১৯

ঢাকার উপকন্ঠ সাভারে ইজিবাইক ধাক্কায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সাভারের চাঁপাইনরোড এলাকায় এ ঘটনা ঘটে। বৃদ্ধা সালেহা বেগম (৬৫) মাদারীপুর জেলার সদর থানার চরমুকুরিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় চাঁপাইনরোড দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি ইজিবাইক ওই নারীকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। এ সময় তাকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত. ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ ইজিবাইক চালক ধামরাই সরকারী কলেজের অর্নাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাকিবুলকে (২১) আটক করেছে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। আটক যুবক সাভারের চাঁপাইন এলাকায় রাসেলের বাড়ি ভাড়া থেকে লেখাপড়ার পাশাপাশি ইজিবাইক চালাতো।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ জানান, এই ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি