ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

রাজশাহীতে ট্রাক চাপায় ২ বাইক আরোহী নিহত

প্রকাশিত : ২২:১৭, ২৫ জুন ২০১৯

রাজশাহীর পুঠিয়ায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকালে রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়া উপজেলার ছোট সেনবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জাহিদুল ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সোহেল রানা (২৭)। নিহত এবং আহত সবার বাড়ি নাটোরের আলাইপুর এলাকায়।

এসআই জাহিদুল ইসলাম জানান, বিকালে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী রাজশাহীর দিকে আসছিলেন। এসময় সেনবাগ এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত অপরজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

তিনি বলেন, নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেকের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি