ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কলারোয়ায় ৪ বছরের শিশু ধর্ষণের শিকার

প্রকাশিত : ২২:৫৭, ২৫ জুন ২০১৯

Ekushey Television Ltd.

সাতক্ষীরার কলারোয়ায় এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মোত্তাকিন (১৬) নামে এক যুবককে আটক করেছে। সে উপজেলার কুশোডাঙ্গা গ্রামের এবাদুরের ছেলে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ওই শিশু নির্যাতনের শিকার হয়।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মুনীর-উল-গীয়াস জানান,উপজেলার কুশোডাঙ্গা গ্রামের মিঠু গাজীর চার বছরের শিশুকন্যার উপর পাশবিক নির্যাতন করা হয়। প্রাথমিকভাবে তদন্তে সত্যতা পাওয়ায় মামলা নেওয়া হয়েছে। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোত্তাকিনকে ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আটক করা হয়েছে।

উল্লেখ্য,গত রোববার রাত সাড়ে ৮টার দিকে সোহান (১৫) নামে এক যুবক শিশুটির মুখ ও হাত চেঁপে ধরে পাশবিক নির্যাতনের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে তার মা মর্জিনা বেগম মেয়েকে উদ্ধার করেন। তাকে দেখে যুবক দৌড়ে পালিয়ে যায়। পরে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানের পরামর্শে থানায় মামলা নং-২৯(৬)১৯ করেন। অভিযুক্ত সোহান উপজেলার ভাদিয়ালী গ্রামের ইমান আলীর ছেলে। সেই থেকে সোহান পলাতক রয়েছে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি