রাজবাড়ীতে বাল্য বিয়ের তথ্য দিয়ে দু’জন পুরস্কৃত
প্রকাশিত : ২৩:১১, ২৫ জুন ২০১৯ | আপডেট: ২৩:৪২, ২৫ জুন ২০১৯
রাজবাড়ীতে বাল্য বিয়ের তথ্য দিয়ে পুলিশ অফিসারসহ দুইজন নগদ অর্থ পেয়েছেন। মঙ্গলবার বিকালে রাজবাড়ী থানার ওসি কার্যালয়ে এই অর্থ প্রদান করা হয়।
‘আমাদের রাজবাড়ী’ সামাজিক সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম হীরা জানান, ফ্রান্স প্রবাসী ব্যবসায়ী আশরাফুল ইসলামের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাল্য বিয়ের তথ্য দেওয়া রাজবাড়ী থানার এসআই হিরণ কুমার বিশ্বাস এবং জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদমান সাকিব রাফির হাতে নগদ ৫ হাজার টাকা করে তুলে দেওয়া হয়।
ওই টাকা তুলে দেন রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার। সে সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,আমাদের রাজবাড়ী সামাজিক সংগঠনের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তুষার কান্তি সরকার,অর্থ সম্পাদক স্মৃতি ইসলাম ও সদস্য আবির হোসেন অপুসহ অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য,রাজবাড়ী জেলায় বাল্য বিয়ের হার কমানোর লক্ষে প্রশাসনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে বাল্য বিয়ে বন্ধ করা সম্ভব হলেই রাজবাড়ীর কৃতিসন্তান ফ্রান্স প্রবাসী আশরাফুল ইসলাম তথ্য দাতাকে ৫ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন। তার এই ঘোষণা রাজবাড়ীতে বেড়েছে সচেতনতা। অনেকেই তথ্যদিতে এগিয়ে আসছেন এবং প্রতিশ্রুত নগদ টাকা পুরস্কার হিসেবে নিচ্ছেন।
এনএম/কেআই
আরও পড়ুন