ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

প্রকাশিত : ০৯:৫০, ২৬ জুন ২০১৯

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন চারজন।

বুধবার সকালে উপজেলার পলাশী বাজারে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

আদিতমারী থানা সূত্র জানায়, সকালে আদিতমারীর পলাশি বাজার এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোর দুই যাত্রীর মৃতু হয় এবং আহত হন চারজন।

আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি