ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

বরিশালে মাদক ও পাচারবিরোধী দিবস পালিত

প্রকাশিত : ১৭:৫৩, ২৬ জুন ২০১৯

‘সু-স্বাস্থ্যই সুবিচার, মাদক মুক্তির অঙ্গিকার’ এই শ্লোগানকে ধারণ করে বরিশালে মানববন্ধন ও সাইকেল র‌্যালি কর্মসূচি পালন করা হয়েছে।বরিশাল জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে বুধবার নগরীর সদর রোডে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন ও র‌্যালি শেষে অশ্বিনী কুমার হলে বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন পুলিশের বরিশাল রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম, বরিশালের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম ও বরিশাল বিভাগীয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এ এ এম হাফিজুর রহমান। পরে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এমএস/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি