ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিবে ঢাকাস্থ চট্টগ্রাম সমিতি

প্রকাশিত : ১৯:৩৯, ২৬ জুন ২০১৯ | আপডেট: ১৯:৪০, ২৬ জুন ২০১৯

বিভিন্ন পাবলিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ অবস্থান রাখার কারণে ঢাকাস্থ চট্টগ্রাম সমিতি তার সদস্যদের সন্তানদের সংবর্ধনা দিবে। ২০১৮ ও ২০১৯ সালে পিএসসি, জেএসসি, জেডেসি ও এসএসসি এবং সমমান পরীক্ষায় জিপিও-৫ প্রাপ্তদের সংবর্ধনা শুক্রবার দেওয়া হবে।

শুক্রবার বিকেলে সংগঠনটির সভাপতি মোহাম্মদ আবদুল মোবারকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ূয়া।

উক্ত অনুষ্ঠানে সমিতির জীবনসদস্যদের ও সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীদের অভিভাবকসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল মাবুদ অনুরোধ জানিয়েছেন। (বিজ্ঞপ্তি)

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি