ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাজশাহীতে বজ্রপাতে নিহত ২

প্রকাশিত : ২২:১৯, ২৬ জুন ২০১৯

রাজশাহীতে বজ্রপাতে স্কুলছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে রাজশাহীর দুর্গাপুরে স্কুলছাত্র ও পবায় এক যুবক মারা যান। এ সময় আহত হয়েছেন একজন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, দুর্গাপুর উপজেলার যুগীশো গ্রামে আব্দুল আলিমের ছেলে সাগর আহাম্মেদ (১৫) ও পাবা উপজেলার শিয়ালবেড়া গ্রামের আব্দুল বারীর ছেলে সেলিম হোসেন (২২)। এদের মধ্যে সাগর অষ্টম শ্রেণীর ছাত্র ছিলেন।

নিহত স্কুলছাত্র সাগরের চাচাতো ভাই রাব্বানী জানান, বুধবার বিকেল ৫টার দিকে আকাশে মেঘ দেখে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় সাগরের।

নিহত সেলিমের চাচা তোফাজ্জেল জানান, বৃষ্টির সময় বাড়ির পাশে আমের বাগানে সেলিম ও মোস্তফা অবস্থান করছিল। এসময় বজ্রপাতে তারা দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা সেলিমকে মৃত. ঘোষণা করে। আর মোস্তফাকে হাসপাতালে ভর্তি করা হয়।

কেআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি