ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে ২ ভুয়া পুলিশ আটক
প্রকাশিত : ১৮:৫৩, ২৭ জুন ২০১৯ | আপডেট: ১৮:৫৫, ২৭ জুন ২০১৯
দিনাজপুরের বিরামপুরে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ ও তার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টাকালে মোটরসাইকেলসহ দ্ইু ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার বিকেলে বিরামপুর শহরের বিরামপুর-দিনাজপুর মহাসড়কের কলাবাগান নামক এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃতরা হলো জয়পুরহাট জেলা সদরের আমদই এলাকার গোপালপুর গ্রামের নুরুন্নবী ফকিরের ছেলে মাসুদ রানা (৩০), একই জেলার ক্ষেতলাল উপজেলার ইকেরগাড়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে মঞ্জুরুল আলম (৩০)।
বিরামপুর বিশেষ ক্যাম্পের হাবিলদার শাদির আহম্মেদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার বিকেলের দিকে বিরামপুর উপজেলার কলাবাগান নামক এলাকায় নবাবগঞ্জ উপজেলার বায়জীতপুর গ্রামের আম ব্যবসায়ী সাইফুল ইসলামকে মাসুদ রানা ও মঞ্জুরুল আলম নামের দুই ব্যাক্তি প্রথমে বিজিবি,পরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার বিরুদ্ধে মামলা রয়েছে জানিয়ে তাকে আটক করে হাতে হ্যান্ডকাপ পরায়।
পরে তার নিকট থেকে ৫০ হাজার টাকা দাবী করে না হলে তাকে চালান করবে মর্মে জোরপুর্বক তাদের মোটরসাইকেলে উঠানোর চেষ্টা করে। এসময় সাইফুল ইসলাম চিৎকার দিলে বিজিবি সদস্যরা সেখানে উপস্থিত হয়। এসময় ডিবি পুলিশ পরিচয় দানকারী ব্যাক্তিদের আচরন সন্দেহজনক হলে বিজিবি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসেন। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা ডিবি পুলিশ নয় বলে স্বীকার করেন।
এসময় তাদের কাছ থেকে ১টি হাতকড়া একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক বিরামপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
টিআর/
আরও পড়ুন