ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

মোংলা পোর্ট পৌরসভার বাজেট ঘোষণা

প্রকাশিত : ১৯:০৮, ২৭ জুন ২০১৯

 

মোংলা পোর্ট পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে পৌরসভার অস্থায়ী কার্যালয়ে নতুন অর্থ বছরের এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র জুলফিকার আলী।

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে ১’শ ১৩ কোটি ৭৩ হাজার ৬৮ টাকা। আর ব্যয় ধরা হয়েছে ১’শ ১৩ কোটি ৭৩ হাজার ৬৮ টাকা। অর্থাৎ যা আয় তা ই ব্যয় ধরা হয়েছে এবারের বাজেটে। বাজেটে ট্যাক্স খাতে বেশি আয় ধরা হয়েছে।

এ খাতে ৩ কোটি ৬৫ লাখ টাকা আয় ধরা হয়েছে। আর বাজেটে ব্যয়ের খাত সাধারণ সংস্থাপনে ২ কোটি ৫৮ লাখ ২৫ হাজার টাকা ধরা হয়েছে সবচেয়ে বেশি।

এ ছাড়া বাজেটে একটি ইংলিশ মিডিয়াম স্কুল, বিশেষায়িত হাসপাতাল এবং হত দরিদ্রের জন্য আবাসন প্রকল্প গ্রহণ করা হবে বলে বাজেট অনুষ্ঠান থেকে জানানো হয়। এদিন বাজেট অনুষ্ঠানে সব শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।

 

টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি