ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ফরিদপুরে মাদকবিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

প্রকাশিত : ১৮:৩৩, ২৮ জুন ২০১৯

ফরিদপুরে মাদকবিরোধী সাইকেল র‌্যালি বের হয়েছে। শুক্রবার সকালে ‘মাদককে না বলুন’ এ শ্লোগানকে সামনে রেখে ঢাকা রাউন্ড টেবিল এর আয়োজনে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠ থেকে সাইকেল র‌্যালি বের হয়। র‌্যালির উদ্বোধন করেন ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক অতুল সরকার ও পুলিশ সুপার মো. জাকির হোসেন খান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), রাজেন্দ্র কলেজের অধ্যাপক রিজভী জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হাসানুজ্জামান, ঢাকা রাউন্ড টেবিল এর চেয়ারম্যান এজাজ মাহমুদ রনি প্রমুখ।

ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজ থেকে বের হওয়া সাইকেল র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। সাইকেল র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

কেআই/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি