মেহেরপুরে দুই দলের ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
প্রকাশিত : ০৮:৪১, ২৯ জুন ২০১৯ | আপডেট: ১২:২৪, ২৯ জুন ২০১৯
মেহেরপুরে গাংনী উপজেলায় সন্ত্রাসীদের দুটি দলের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহত ওই যুবকের নাম মনিরুল ইসলাম (৩০)।
শুক্রবার দিনগত রাত পৌনে ৩টার দিকে কসবা-কচুইখালি মাঠে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত মনিরুল হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও মাদক আইনে মোট নয়টি মামলার আসামি। তিনি কসবা গ্রামের বাসিন্দা ছিলেন।
এদিকে ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলি ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, কসবা-কচুইখালি মাঠে সন্ত্রাসীদের দুটি দলের মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে এমন গোপন খবর থানায় আসে।
এর ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রীসারা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মনিরুল ইসলাম নামে এক যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
মনিরুলের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও মাদক আইনে মোট নয়টি মামলা রয়েছে। এ ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
আরও পড়ুন