হিন্দি গানে নাচলেন বেরোবি উপাচার্য (ভিডিও)
প্রকাশিত : ০৯:৩৩, ২৯ জুন ২০১৯
হিন্দি গানে নেচে ফের আলোচনায় এসেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ।
বৃহস্পতিবার রাতে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে একটি হিন্দি গানের সঙ্গে নেচেছেন যার ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
জানা যায়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের রাতে ‘আই অ্যাম ডিস্কো ড্যান্সার’ গানের তালে তালে নাচেন। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে ঐ বিভাগের সভাপতি মো. সাইদুর রহমান ও অন্য বিভাগের একজন শিক্ষককেও নাচতে দেখা যায়।
‘বিদেশি গানের সঙ্গে উপাচার্যের এমন নাচ অশোভনীয়।’ বলে ভিডিওটির কমেন্টেসে অনেকেই মন্তব্য করেছেন। কেউ কেউ আবার উপাচার্যকে ‘মাতাল’ হিসেবেও অভিহিত করেছেন।
তবে বিষয়টি তার ব্যক্তিগত বলে অনেকেই সমালোচনাকারীদের এক হাত নিয়েছেন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি মো. সাইদুর রহমান বলেন, ‘একটি বিভাগের শিক্ষার্থীদের বিদায়ে উপাচার্যকে আমন্ত্রণ জানালে তিনি আসেন। শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ করেন। এখানে অশালীন কিছু হয়নি।’
এমএস/
আরও পড়ুন